ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেড করতে আসি তারা মার্কেটের কোন কিছুই না জেনে না বুঝে আসি৷এজন্য আমাদের ভুল ত্রুটি হবে,আমরা ঘনঘন লস করব এবং প্রায়ই আমাদের একাউন্টের ব্যালেন্স শুন্য করে ফেলব৷কারণ একটাই এই মার্কেটে সারা বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক ট্রেডিং সফটওয়্যার এর মাধ্যমে নগদ ডলারের ব্যবসা করা হয় যা খুবই ঝুঁকিপূর্ণ৷আমরা কম্পিউটার ওপেন করে mt4 সফটওয়ারে মার্কেটের বিভিন্ন কারেন্সি পেয়ারের উঠানামা দেখি এবং সেখান থেকেই ব্যবসা করার জন্য সুযোগ খুঁজতে থাকি৷এই নতুন অবস্থায় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করা কখনই সহজ বিষয় নয় বরং খুবই কঠিন বিষয়৷পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতার না থাকার কারণে নতুন ট্রেডারগণ লস করতে থাকে৷ফলে তাদের মধ্য থেকে শতকরা ৯৫ জন লস দিয়ে দিয়ে মার্কেট থেকে পালিয়ে যায়৷আর মাত্র বাকি ৫ জন দীর্ঘসময় দিয়ে অত্যন্ত ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকেন৷এক সময়ে এই ৫ জনই দক্ষ ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হয়ে যান৷দক্ষ ট্রেডারগণ মার্কেটের ট্রেডিং চার্টগুলো দেখলেই পরিষ্কার বুঝতে পারেন কখন ট্রেডে এন্ট্রি করা লাভজনক হবে আর কখন ট্রেড না করা সুবিধাজনক হবে৷দক্ষ ট্রেডারগণ দীর্ঘদিন যাবৎ মার্কেটে নিয়মিত প্র্যাকটিস করতে করতে মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে পারেন এবং সে অনুযায়ী ট্রেড করেন৷ফলে প্রচুর প্রফিট করে থাকেন৷এজন্য ফরেক্স ট্রেডে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার কোন বিকল্প নাই৷