মহামারীর শুরু থেকেই অন্যান্য সংস্থার মতো ফোর্ডও যন্ত্রাংশের ঘাটতিতে রয়েছে। এ কারণে সংস্থাটির অধিক লাভজনক গাড়িগুলোও আংশিকভাবে সংযোজন করে ফেলে রাখা হয়েছে। এ অবস্থায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফার পূর্বাভাস কমিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

ফোর্ড জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে সংস্থাটির হাতে ৪০-৪৫ হাজার অসমাপ্ত যানবাহন থাকবে। এর মধ্যে বেশির ভাগই স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও জনপ্রিয় ট্রাকের মডেল। এগুলো ফোর্ডের মুনাফায় অনেক বেশি অবদান রাখে।

মিশিগানভিত্তিক সংস্থাটি এখন আশা করছে, তৃতীয় প্রান্তিকে সুদ ও কর পরিশোধপূর্ব মুনাফা ১৪০-১৭০ কোটি ডলার হবে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির সুদ ও করপূর্ব মুনাফার পরিমাণ ছিল ৩৭০ কোটি ডলার।

ফোর্ড জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি যে গাড়িগুলো সম্পূর্ণভাবে সংযোজন করতে পারেনি সেগুলো বছরের শেষ তিন মাসে ডিলারদের কাছে বিক্রি করা হবে। এ কারণে পুরো বছরের মুনাফার পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২২ সালে সংস্থাটি ১ হাজার ১৫০ কোটি ডলার থেকে ১ হাজার ২৫০ কোটি ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছে।

বণিক বার্তা