ফরেক্স মার্কেটে আমাদের প্রধান সমস্যা হচ্ছে একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকা সত্তেও আমরা কেন সঠিকভাবে এন্ট্রি খুজে বের করতে পারিনা।আমি নিজেও এই অবস্থার শিকার।ফরেক্স মার্কেটে আমার এই তিক্ত অভিজ্ঞতা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি।ফরেক্স মার্কেটে আমাদের একটি স্ট্র্যাটেজি থাকা সত্তেও ভালো এন্ট্রি পয়েন্ট খুজে বের না কারার প্রধান কারন হলো অদক্ষতা ও অস্থার অভাব।অদক্ষতা বলতে আমি স্ট্র্যাটেজি টি সব নিয়ম কানুন জানি কিন্তু ভালোভাবে টেষ্ট করে দেখিনি।আমারদের উচিত মার্কেটে ব্যাক টেষ্ট ও প্রক্টিস করতে হবে।অনেক সময় সব কিছু ঠিক থাকলেও অস্থার অভাবে আমরা সঠিক ভাবে এন্ট্রি পয়েন্ট খুজে বের করতে পারিনা।এমন কি ফরেক্স মার্কেটে আমরা অতিরিক্ত ট্রেড করার ফলে এন্ট্রি আসলেও অতিরিক্ত লস হয়ার কারনে আর এন্ট্রি টি নিতে ইচ্ছে করে না।এই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি।ইনশাল্লা একদিন সফল হবোই।