রাশিয়ায় গাড়ি বিক্রি ও উৎপাদন বন্ধ করল টয়োটা মোটরস। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেশটিতে গাড়ি উৎপাদনের উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহে অসুবিধার কারণে উৎপাদন বন্ধ করল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। যুদ্ধের কারণে রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নেয়া প্রথম জাপানি প্রতিষ্ঠানও টয়োটা। নিক্কেই এশিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টয়োটার চিফ কমিউনিকেশন অফিসার জুন নাগাতা এক সংবাদ সম্মেলনে বলেন, এটা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। রাশিয়ায় আমাদের ইউনিটটি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করব না। তবে দেশটিতে আগে বিক্রি হওয়া গাড়িগুলোর মেরামত কার্যক্রম অব্যাহত থাকবে।

জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গত ৪ মার্চ থেকে প্রতিষ্ঠানটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত কারখানার কার্যক্রম স্থগিত করে। যুদ্ধের ছয় মাস পরও আমরা সেখানে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারিনি। এবং ভবিষ্যতে পুনরায় চালু করার কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। এ অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক পরিবর্তনের ঝুঁকিও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

গত মার্চে উৎপাদন স্থগিত করলেও অন্যান্য খাতে পুনরায় নিয়োগ দেয়া এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে শ্রমিকদের বেতন দেয়া অব্যাহত রেখেছিল টয়োটা মোটরস। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নতুন কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করার পর উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাস জানায়, টয়োটা তার শ্রমিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পূরণ করবে এবং ক্ষতিপূরণ হিসেবে অর্থ প্রদান করবে।

বণিক বার্তা