ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বিদ্যমান গোপনীয়তা নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন পরিবর্তনের প্রেক্ষিতে যদি কোনো প্রযুক্তিপ্রতিষ্ ান সাইবার আক্রমণের শিকার হয় তাহলে তাদের ব্যাংকগুলোকে দ্রুত সময়ে মধ্যে অবহিত করতে হবে। খবর রয়টার্স।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম টেলিকম পরিষেবাপ্রতিষ্ঠা অপটাসে বড় ধরনের হামলার পর সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নীতিমালায় পরিবর্তন বা সংশোধনের বিষয়টি জানান। সিঙ্গাপুর টেলিকমের মালিকানাধীন অপটাস জানায়, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ইতিহাসে সাইবার হামলার মাধ্যমে সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা ঘটেছে। হামলায় এক কোটির বেশি গ্রাহক বা প্রায় ৪০ শতাংশ অধিবাসীর বাড়ির ঠিকানা, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নাম্বার বেহাত হয়েছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আক্রমণকারীর আইডি বা কম্পিউটার শনাক্তকারী ঠিকানা ইউরোপের দেশগুলোর মধ্যে অবস্থান দেখিয়েছে। তবে অপটাসের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে প্রবেশ করার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একটি অপরিচিত দল অনলাইন ফোরামে প্রকাশিত তথ্যের জন্য ক্রিপ্টোকারেন্সি ে ১০ লাখ ডলার প্রদানের দাবি জানিয়েছে। তবে অপটাস এ দাবির সত্যতা নিশ্চিতে কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক এ সাইবার হামলার ঘটনাটিকে আলবানিজ করপোরেট খাতের জন্য বড় ধরনের সতর্কতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ও কিছু সন্ত্রাসী চক্র সাধারণ মানুষের তথ্য হাতিয়ে নেয়ার জন্য উদগ্রীব। রেডিও স্টেশন ফোরবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমরা গোপনীয়তা নীতিমালায় বেশকিছু পরিবর্তন আনতে চাই। ফলে ভবিষ্যতে যদি গ্রাহক বা ব্যবহারকারীরা এ ধরনের কোনো হামলার শিকার হয় তাহলে সহজেই যেন ব্যাংকে অবহিত করা যায়, যাতে তারা গ্রাহকদের সুরক্ষিত রাখতে পারে।

বণিক বার্তা