যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। এ ছাড়া প্রিন্স খালিদ বিন সালমান প্রতিরক্ষামন্ত্র র দায়িত্ব পালন করবেন। খবর আরব নিউজ।

গতকাল মঙ্গলবার এক রাজকীয় ডিক্রির মাধ্যমে মন্ত্রিসভায় রদবদল প্রকাশ্যে আসে।

৩৭ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাম্প্রতি সৌদি আরবে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে দেশটিতে একাধিক সংস্কার কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য প্রায়ই তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার মুখোমুখি হন। তবে যুবরাজ কখনো এ ঘটনায় দায় স্বীকার করেননি।

মোহাম্মদ বিন সালমান অর্থ, প্রতিরক্ষা, তেল এবং স্বরাষ্ট্রসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকারী হন।

বণিক বার্তা