আড়াই বছরেরও বেশি সময় ধরে কভিডজনিত বিধিনিষেধ অব্যাহত রেখেছে চীন। করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় লকডাউন আরোপ করা হচ্ছে। এ অবস্থায় অর্থনৈতিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোক্তারা ব্যয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন। এমন পরিপ্রেক্ষিতে চীনের জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণ ও ব্যয় কমে গিয়েছে। এতে এশিয়াজুড়ে ভোক্তা ব্যয় ধীর হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ১ অক্টোবর শুরু হওয়া সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটিতে চীনে ৪২ কোটি ২০ লাখ পর্যটকের ভ্রমণ রেকর্ড করা হয়েছে। এ সংখ্যা গত বছরের ছুটির মৌসুমের তুলনায় ১৮ দশমিক ২ শতাংশ কম। কভিডজনিত কঠোর বিধিনিষেধের কারণে চলতি বছরও দেশটির অভ্যন্তরীণ পর্যটন ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণকারীর সংখ্যা মহামারীপূর্ব ২০১৯ সালের পর্যায়ের ৬০ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। পরিসংখ্যান অনুসারে, এ সময়ে অভ্যন্তরীণ পর্যটন আয় ২৮ হাজার ৭২০ কোটি ইউয়ানে (৪ হাজার ৩৭ কোটি ডলার) দাঁড়িয়েছে। এ খাতে আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ কম। পাশাপাশি এটি প্রাক-মহামারী ২০১৯ সালের স্তরের মাত্র ৪৪ দশমিক ২ শতাংশে রয়ে গিয়েছে।

এদিকে চায়না স্টেট রেলওয়ে গ্রুপের প্রাথমিক পরিসংখ্যান উদ্ধৃত করে আরেক রাষ্ট্রীয় সম্প্রচারকারী চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত রেলে বুক করা ট্রিপের সংখ্যা ৬ কোটি ৮৫ লাখে উন্নীত হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ কম। গত বছরের জাতীয় দিবসের ছুটিতে ১১ কোটি টিকিট বুক করা হয়েছিল।

বণিক বার্তা