চীন যাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য আরেক দফা কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন। বেইজিংয়ের প্রযুক্তিগত উন্নয়ন ও সামরিক বাহিনীতে ব্যবহার ঠেকাতে সম্প্রতি বেশকিছু নীতিমালা ঘোষণা করেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনা মালিকানাধীন কারখানাগুলোতে উন্নত লজিক চিপের চালান বন্ধে চলতি বছরের শুরুতে কয়েকটি মার্কিন কোম্পানির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কেএলএ করপোরেশন, লাম রিসার্চ করপোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস ইনকরপোরেশন। বেইজিংয়ের সামরিক বাহিনীর কাজে আসতে পারে বা সেমিকন্ডাক্টর কোম্পানির হাতে প্রযুক্তি বেহাতের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রফতানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত বিধিনিষেধে সুপারকম্পিউটারে ব্যবহূত চিপ রফতানিও বাধাগ্রস্ত হবে। এর আগে ড্রোন নির্মাতা ডিজেআই ও নজরদারি প্রতিষ্ঠান ঝেজিয়াং ডাহুয়া টেকনোলজিসহ চীনের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ১৩টির মতো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল পেন্টাগন।

বণিক বার্তা