চার দশকের সর্বোচ্চ উচ্চতায় মূল্যস্ফীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ। ঋণের ব্যয় বেড়ে যাচ্ছে ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান ুলোর। সব মিলিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দায় পড়ার আশঙ্কা করা হচ্ছে। আবার মার্কিন খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠ নগুলো মূল্যছাড় দিয়ে ভোক্তাদের আগাম কেনাকাটায় প্ররোচিত করছে। এ অবস্থায় চলতি বছরের ছুটির মৌসুমে অনলাইন কেনাকাটায় ব্যয় কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন একটি সমীক্ষা অনুসারে, নভেম্বর ও ডিসেম্বরে দেশটির অনলাইন বিক্রি অন্তত সাত বছরের সর্বনিম্ন গতিতে বাড়বে।

সিএনবিসির খবর অনুসারে, মার্কিন ক্রেতারা কয়েক দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদহারের চাপ অনুভব করছেন। এ কারণে ছুটির মৌসুমে ব্যয়ের ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করছেন। তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডোব অ্যানালিটিকস জানিয়েছে, চলতি বছরের শেষ দুই মাসে অনলাইন বিক্রি ২০ হাজার ৯৭০ কোটি ডলারে পৌঁছবে। এ বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ২ দশমিক ৫ শতাংশ বেশি। যদিও গত বছর একই সময়ে বিক্রি বাড়ার হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। এখন আরো বেশি মানুষ সরাসরি দোকানে গিয়ে কেনাকাটা করতে পছন্দ করছে এবং অনেকে রিটেইল সংস্থাগুলোর মূল্যছাড় পেয়ে অক্টোবরেই কেনাকাটা সেরে ফেলছেন।