ভারতের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা পাওয়ারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠান থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক বিস্তারিত বিবৃতিতে মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠানটি হামলার কারণে তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানিয়েছে। স্থানীয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে দেয়া ফাইলিংয়ে টাটা পাওয়ার জানায়, ক্ষতিগ্রস্ত সিস্টেম পুনরুদ্ধারে ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকলেও সতর্কতার অংশ হিসেবে কর্মচারী ও গ্রাহকদের জন্য যে পোর্টাল ও টাচপয়েন্ট রয়েছে সেখানে প্রবেশাধিকার সীমিত করে দেয়া হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এ বিষয়ে টাটা পাওয়ারের পক্ষ থেকে আর কোনো তথ্য জানানো হয়নি।

টাটা পাওয়ারের এক পাবলিক রিলেশন কর্মকর্তাকে হামলার ধরন এবং প্রতিষ্ঠানে এর প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর দেননি। এমনকি এতে কোনো তথ্য চুরি হয়েছে কিনা সেটিও জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানের বিবৃতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত সিস্টেম পুনরুদ্ধারে ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পদক্ষেপ নেয়া হয়েছে।

বণিক বার্তা