সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বড় পরিসরে কমানোর ঘোষণা দিয়েছে রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাস। এতে বিশ্বজুড়ে জ্বালানিটির সরবরাহ সংকট তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতির মধ্যেও জ্বালানি জায়ান্ট সৌদি আরামকো এশিয়ার দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখবে। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন কোম্পানিসংশ্লিষ্ রা।

দৈনিক ২০ লাখ ব্যারেল করে উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বৈশ্বিক সরবরাহের প্রায় ২ শতাংশের সমান। দেশটি আরো জানায়, পশ্চিমা দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অব্যাহত সুদের হার বাড়াচ্ছে। পাশাপাশি বিশ্ব অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হয়ে আসছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনা জরুরি ছিল।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান বলেন, কাগজে-কলমে উত্তোলন দৈনিক ২০ লাখ ব্যারেল করে কমানোর কথা বলা হলেও মূলত দৈনিক ১০-১১ লাখ ব্যারেল করে উত্তোলন কমবে।

জোটভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সবচেয়ে বেশি পরিমাণে উত্তোলন কমাবে। এর বাইরে মিত্র জোটটির বেশির ভাগ সদস্যই তাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পরিমাণে জ্বালানি তেল উত্তোলন করছে। বিনিয়োগ স্বল্পতাসহ নানা প্রতিবন্ধকতার কারণে এসব দেশের উত্তোলন ব্যাহত হচ্ছে।

উত্তোলন কমানোর ঘোষণা আসার পর অনেকেই মনে করেছিলেন, সৌদি আরামকো অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি মূল্য বাড়াবে। কিন্তু নভেম্বরে এশিয়ার দেশগুলোয় সরবরাহের জন্য চুক্তীকৃত বাজার আদর্শ আরব লাইট ক্রুডের দাম অক্টোবরের মতোই অপরিবর্তিত রেখেছে।

বণিক বার্তা