ফরেক্স মার্কেটে প্রতিনিয়তই নতুন নতুন ট্রেডার্ সংযুক্ত হচ্ছে । এদের মধ্যে খুব কম সংখ্যক ট্রেডার শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। অভিজ্ঞদের মতে শতকরা ৯৫ জন ট্রেডার অসফল হয়ে মার্কেট থেকে একেবারে চলে যায় । শতকরা মাত্র পাঁচ জন ট্রেডার ফরেক্স মার্কেটে সফলতা পায় এবং এস্টাব্লিশড হতে পারে । এর প্রথম ও প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত ট্রেডিং নলেজ এর অভাব এবং প্রেকটিস না করা । ফরেক্স মার্কেটে সফল হতে হলে কিছু জিনিষ অবশ্যই অনুকরণ করে চলতে হয় ।

১। ফরেক্স মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা নেওয়া ।
২। লাইভ ট্রেডিং এর পূর্বে প্রচুর ডেমো প্রেকটিস করা ।
৩। যে কারেনছি পেয়ারে ট্রেড করতে হবে সেই কারেন্সির প্রাইস মুভমেন্ট, ভলাটিলিটি এবং আনুষঙ্গিক বিষয় সম্পর্কে খুব ভালো ভাবে স্টাডি করতে হবে ।
৪। মার্কেটে এন্ট্রি নেওয়ার পূর্বে খুব ভালো ভাবে মার্কেটের বর্তমান ট্রেন্ড সম্পর্কে ধারণা নিতে হবে ।
৫। প্রপার মানিমেনেজমেন্ট এর মাধ্যমে উপযুক্ত লট সাইজ নির্ধারণ করতে হবে ।
৬। ট্রেড এন্ট্রি নেওয়ার পর পিপস ক্যালকুলেশন করে স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারিত করে দিতে হবে ।
৭। কোনো ট্রেড লস হলে সাথে সাথে আবার এন্ট্রি না নিয়ে ভালো করে এনালাইসিস করতে হবে ।

এইরকম বেসিক কিছু স্টেপ ফলোকরে আমরা মার্কেটে একজন ডিসিপ্লিন ট্রেডার হিসেবে টিকে থাকতে পারি এবং উপার্জন করতে পারি ।