মেটাভার্সে যুক্ত হওয়ার ক্ষেত্রে সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব প্লাটফর্ম চালু করেছে শর্ট ভিডিও প্লাটফর্ম ট্রিলার। সম্প্রতি মেটাভার্জ নামের প্লাটফর্মটির তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

বিবৃতিতে ট্রিলার জানায়, মেটাভার্জ প্লাটফর্মটি ব্যবহারকারীদের একত্রে লাইভ মিউজিক ও স্পোর্টিং ইভেন্ট দেখার জন্য ভার্চুয়াল স্পেস দেয়। এসব ইভেন্টের মধ্যে বেয়ার নাকল ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ট্রিলারের ফাইট ক্লাবও রয়েছে। এছাড়া শিল্পী ও ফ্যানদের সঙ্গে কুশল বিনিময় করা যাবে।

ডিজে স্যাম ফেল্ড নেদারল্যান্ডস থেকে ইলেকট্রনিক সেটে পারফর্ম করেন, যা ছিল প্রথম ইভেন্ট। এরপর মেটাভার্জের ভার্চুয়াল নাইটক্লাবে অ্যাভাটার হিসেবে অতিথিদের সঙ্গে যুক্ত হন। ট্রিলার ও তার সহযোগীরা আগামী বছর নাগাদ দুই হাজারের বেশি ইভেন্ট পরিচালনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার মধ্যে একটি। এসব ইভেন্টের অধিকাংশ বাস্তব জগৎ ও মেটাভার্জে অনুষ্ঠিত হবে।

বণিক বার্তা