ইতালির মূল্যস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত রয়েছে। গত মাসে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম এক বছর আগের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ হার দেশটির ইতিহাসে ৩৭ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির পরিসংখ্যান সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত আগস্টে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৪ শতাংশে ছিল। সেপ্টেম্বরে সব পণ্যের দামই বেড়েছে। অ্যালকোহলসহ খাদ্যপণ্যের দাম বেড়েছে ১১ দশমিক ৪১ শতাংশ। পাশাপাশি জ্বালানির দাম বেড়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ। আনাদোলু এজেন্সি
[IMG]http://forex-bangla.com/customavatars/687697121.jpg[/IMG]