বিশ্বজুড়ে বাড়ছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা। কার্বন নিঃসরণ শূন্যে নামাতে ক্রমবর্ধমান চাপে ইভিতে ঝুঁকছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় ইভি ও ব্যাটারিতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। ২০৩০ সাল নাগাদ ১ লাখ ২০ হাজার কোটি (ট্রিলিয়ন) ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ বিনিয়োগের মধ্যে ব্যাটারি ও কাঁচামাল ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান প্রকাশ করেছে রয়টার্স।

ইভি বিনিয়োগের এ পরিসংখ্যান মাত্র এক বছর আগের পরিকল্পনার চেয়ে দ্বিগুণেরও বেশি। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ২০৩০ সাল নাগাদ ৫ কোটি ৪০ লাখ ইভি তৈরির পূর্বাভাস দিয়েছে। এ সংখ্যা মোট যানবাহন উৎপাদনের ৫০ শতাংশেরও বেশি।

ইভি ব্যাটারির বিশ্লেষণ সরবরাহ করা বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স ও নির্মাতাদের তথ্য অনুসারে, বিপুলসংখ্যক ইভি তৈরিতে সহায়তা করার জন্য গাড়ি নির্মাতা ও তাদের ব্যাটারি অংশীদাররাও আগ্রাসী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সংস্থাগুলো ২০৩০ সালের মধ্যে ৫ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা ব্যাটারি উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে চায়।

বিশ্বব্যাপী ইভি উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে মার্কিন নির্মাতা টেসলা। সংস্থাটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক ২০৩০ সালের মধ্যে দুই কোটি ইউনিট ইভি তৈরির একটি সাহসী পরিকল্পনার রূপরেখা দিয়েছেন। বিপুলসংখ্যক এ গাড়ি উৎপাদনে আনুমানিক ৩ টেরাওয়াট-ঘণ্টা ব্যাটারির প্রয়োজন হবে। এর আগে ইলোন মাস্ক বলেছিলেন, টেসলা এরই মধ্যে একটি ছোট গাড়ি নিয়ে কাজ করছে। গাড়িটির দাম মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের অর্ধেক হবে।

বণিক বার্তা