যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার স্পার্টানবার্গে নিজস্ব কারখানায় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদন করতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বিএমডব্লিউ। এছাড়া কাছাকাছি একটি ইভি ব্যাটারি উৎপাদন কারখানা তৈরিতে আরো ৭০ কোটি ডলার ব্যয় করবে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

উত্তর আমেরিকায় ইভির বাজার ধরতে এমন উৎপাদন পরিকল্পনা নিয়েছে বিএমডব্লিউ। অন্যান্য বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও অঞ্চলটিতে ব্যবসা সম্প্রসারণের উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

প্রতিষ্ঠানটি ব্লু রিজ পর্বতমালার পাদদেশে গ্রিয়ারে ৭০ লাখ বর্গফুট আয়তনের কারখানায় এ বিনিয়োগ করতে যাচ্ছে। কারখানাটিতে ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। ব্যাটারি কারখানাটি নির্মাণ করা হবে স্পার্টানবার্গ কাউন্টির উডরাফে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটারি কারখানাটিতে কয়েক বছরের মধ্যে প্রায় ৩০০ লোক নিয়োগ করা হবে।

২০৩০ সালের মধ্যে গ্রিয়ারের কারখানাকে পুরোপুরি ইভি উৎপাদন উপযোগী হিসেবে গড়ে তুলতে চায় বিএমডব্লিউ। এ লক্ষ্যে অন্তত ছয়টি এসইউভি গাড়ির জন্য ব্যাটারি সেল সরবরাহে জাপানি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান এনভিশন অটোমেটিভ এনার্জি সাপ্লাই করপোরেশনের (এইএসসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বণিক বার্তা