[IMG]http://forex-bangla.com/customavatars/1592265290.jpg[/IMG]
গাড়ি উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা। বৈশ্বিক সেমিকন্ডাক্টর সংকটের কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি উৎপাদনে হিমশিম খাচ্ছে সংস্থাটি। এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের প্রথম চার মাসেই গাড়ি উৎপাদনে পিছিয়ে যায় বিশ্বের বৃহত্তম গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানটি। আগস্টে সংস্থাটির গাড়ি উৎপাদন পুনরুদ্ধার হয়েছে। পাশাপাশি অক্টোবর ও নভেম্বরে উৎপাদন যথাক্রমে সাড়ে সাত লাখ ও আট লাখ ইউনিট হবে বলে আশা করা হচ্ছে। যেখানে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গড়ে নয় লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক উৎপাদন কতটা কমবে তা জানায়নি টয়োটা। রয়টার্স