স্পেনের বার্সেলোনা থেকে ফ্রান্সের নিশ পর্যন্ত সাত রাতের প্রমোদভ্রমণ শুরু করে এই সুপারইয়ট। ইভরিমার অর্থ গ্রীক ভাষায় আবিষ্কার। ভূমধ্যসাগর, ক্যারিবিয়ান, সেইসঙ্গে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাজুড়ে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে, যার বেশিরভাগ ক্রুজের সময়কাল হবে সাত থেকে দশ রাত পর্যন্ত।
১৯০ মিটারের এ জাহাজে একটি ব্যক্তিগত টেরেস, ১৪৯টি স্যুটসহ ২৯৮ জন যাত্রীর বন্দোবস্ত আছে। এর আওতায় রয়েছে স্ট্যান্ডার্ড কেবিন থেকে শুরু করে দোতলা অ্যাপার্টমেন্ট। বাইরের দৃশ্য দেখার জন্য অতিথিদের কক্ষগুলো বিশেষভাবে ডিজাইন করা এই ইয়টে মেঝে থেকে ছাদ পর্যন্ত পুরোটাই যেন জানালা। আছে ইনফিনিটি পুল, ওয়াইন ভল্ট, স্পা, নাইটক্লাবসহ নিজস্ব মেরিনা। ভূমধ্যসাগরীয় সমুদ্র যাত্রার জন্য এক সপ্তাহে জনপ্রতি সর্বনিম্ন খরচ ৬ হাজার ৪০০ ডলার থেকে শুরু। ক্যারিবিয়ানে শুরু হয় জনপ্রতি ৫ হাজার ১০০ ডলার দিয়ে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1045718296.jpg[/IMG]