বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গাড়ি উৎপাদন বেড়েছে টয়োটার। এ সময়ে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। যদিও সেমিকন্ডাক্টর ও অন্য যন্ত্রাংশের ঘাটতি নিয়ে সতর্ক করেছে সংখ্যার হিসেবে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যন্ত্রাংশ ঘাটতির কারণে আগামী মাসগুলো গাড়ি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে টয়োটা। গত মাসে সংস্থাটি বিশ্বজুড়ে রেকর্ড ৮ লাখ ৮৭ হাজার ৭৩৩ ইউনিট গাড়ি উৎপাদন করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র সতর্ক করে বলেন, সেপ্টেম্বরে রেকর্ডসংখ্যক গাড়ি উৎপাদনকে টেকসই হিসেবে দেখা হচ্ছে না। সুতরাং আমরা এটিকে গাড়ি উৎপাদন পুনরুদ্ধার বলা থেকে এড়িয়ে চলছি।


প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্যের ওপর রয়টার্সের হিসাব অনুসারে, জুলাই-সেপ্টেম্বর সময়ে বিশ্বজুড়ে সংস্থাটির গাড়ি বিক্রি ৪ শতাংশ বেড়েছে। গত এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের প্রথমার্ধে টয়োটা বিশ্বব্যাপী ৪৪ লাখ ৮১ হাজার ৬০০ ইউনিট গাড়ি তৈরি করেছে। এ সময়ে বছরওয়ারি সংস্থাটির গাড়ি উৎপাদন ১০ শতাংশ বেড়েছে। তবে সংস্থাটি লক্ষ্যমাত্রা থেকে এখনো ৫ শতাংশ পিছিয়ে রয়েছে।

বণিক বার্তা