চীনা বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা নিও কভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে উত্পাদন স্থগিত করেছে। সংস্থাটি আজ বুধবার জানায়, সারা দেশে ক্রমবর্ধমান সংক্রমণ ও প্রতিরোধ ব্যবস্থার কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড সংকুচিত করেছে তারা। খবর রয়টার্স।

বিধিনিষেধের কারণে গত অক্টোবরের মাঝামাঝি থেকে উৎপাদনে চ্যালেঞ্জের মুখে পড়ছে নিও। বাধ্য হয়ে হেফেই শহরে কারখানা দুটি বন্ধ করে দেয়।

সংস্থার একজন প্রতিনিধি জানান, নিও উত্পাদন সাময়িকভাবে স্থগিত করেছে এ খবর সত্য। এ সিদ্ধান্ত উত্পাদন ও নির্ধারিত সময়ে সরবরাহের প্রতিশ্রুতির ওপর প্রভাব ফেলবে।

সম্প্রতি চীন বেশ কয়েকটি বড় শহরে লকডাউন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে ভ্রমণ ও সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। এ নিয়ে টেক জায়ান্ট অ্যাপলের বড় সরবরাহকারী ফক্সকনের কর্মীরা অসন্তোষ জানিয়েছে।

বণিক বার্তা