একদিকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির চাকা শ্লথ হয়ে আসছে। স্বাভাবিকভাবে শ্রমবাজারেও তার প্রভাব পড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে শ্রমবাজারের বিষণ্ন চিত্র উঠে এসেছে। বলা হয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে বিশ্বের অনেক দেশে প্রকৃত মজুরি হ্রাস পাচ্ছে। মনে রাখা দরকার, প্রকৃত মজুরি হ্রাসের বাস্তবতা তৈরি হয়েছে কোভিড-১৯-এর ধাক্কার পর। ফলে বিষয়টি বিশ্বের শ্রমজীবী মানুষের জন্য দ্বৈত ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। এতে যে সবচেয়ে নিম্ন আয়ের মানুষেরা আক্রান্ত হয়েছেন, তা বলাই বাহুল্য। এই বাস্তবতায় নতুন কর্মসংস্থানের হার কমবে এবং বৈশ্বিক কর্মসংস্থানের গতি হ্রাস পাবে। চলতি বছরের শেষ প্রান্তিকে বৈশ্বিক কর্মসংস্থানের অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে আইএলও।
[IMG]http://forex-bangla.com/customavatars/1358990194.jpg[/IMG]