স্ক্যামারদের হাত থেকে ভুয়া সংবাদ ঠেকাতে টুইটারে শুরু হয়েছে বিখ্যাত ব্যক্তিদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া। এদিকে প্ল্যাটফর্মটির নতুন মালিক মনে করেন নামের পাশে ব্লু চেক সিম্বলটি একটি আভিজাত্যের প্রতীক। আর তাই এর জন্য ব্যবহারকারীদের আরও বেশি মূল্য দেওয়া উচিত। এজন্য টুইটারের নতুন মালিক ইলন মাস্ক সিদ্ধান্ত নিয়েছেন এটি ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে টুইটার ব্লুতে সাইন আপ করতে হবে। এর মূল্য প্রতি মাসে চার ডলার ৯৯ সেন্ট থেকে বাড়িয়ে ২০ ডলার করার সিদ্ধান্ত হতে যাচ্ছে। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য মাস্ক প্রতিষ্ঠানটির কর্মীদের ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এটি কার্যকর করতে না পারলে তিনি কর্মীদের ছাঁটাই করা শুরু করবেন বলেও জানিয়েছেন। বিষয়টি নিয়ে এনগেজেট জানায়, ব্লু টিক থাকাটি অনেকটাই গর্বের বিষয়। তবে এটা চালু করা টুইটারের জন্য একটু জটিল হবেও বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।
[IMG]http://forex-bangla.com/customavatars/197714147.jpg[/IMG]