সম্পূর্ণ বিদ্যুচ্চালিত বিলাসবহুল সেডান গাড়ি ইকিউইর দাম ঘোষণা করেছে মার্সিডিজ বেঞ্জ। ঘোষণা অনুযায়ী এর দাম শুরু হচ্ছে ৭৬ হাজার ডলার থেকে। কিন্তু কাছাকাছি মডেলের ইকিউএসের মতো ইকিউইর দাম একই ধরনের গ্যাসে চালিত গাড়ির চেয়ে কম রাখা হয়নি। ইকিউএসের মতো একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন ইকিউই সেডানে। তবে আকারে কিছুটা ছোট। ২০২১ সালে প্রথম ইকিউই মডেলের কথা জানায় মার্সিডিজ বেঞ্জ। এটিতে ব্যবহার করা হয়েছে ৯০ কিলোওয়াট পার আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক। কোম্পানিটি বলছে, এ ব্যাটারি একবার চার্জ দিলে ৩০৫ মাইল পর্যন্ত পথ চলতে পারবে। যদিও প্রথমে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ঘোষণার সময় মার্সিডিজ বেঞ্জ জানিয়েছিল যে, তাদের গাড়িগুলো একবার চার্জে ৪১০ মাইল পর্যন্ত চলতে পারবে। বাজারে ইকিউইর তিন ধরনের মডেল পাওয়া যাবে। এগুলো হলো প্রিমিয়াম, এক্সক্লুসিভ ও পিনাকল। মূলত ব্যাটারির আকার ও প্রযুক্তির ওপর ধরনগুলোর মধ্যে পার্থক্য থাকবে। মার্সিডিজ বেঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিমিয়াম ইকিউইর দাম শুরু হচ্ছে ৭৪ হাজার ৯০০ ডলার থেকে। প্রযুক্তিভেদে এটি পাওয়া যাবে ৮৫ হাজার ৯০০ ডলারে। এক্সক্লুসিভের দাম শুরু হবে ৭৭ হাজার থেকে, পাওয়া যাবে ৮৮ ডলারের মধ্যে। সব প্রিমিয়াম সুবিধাসহ পিনাকলের দাম পড়বে ৮০ হাজার ৫০০ ডলার থেকে ৯১ হাজার ৫০০ ডলার পর্যন্ত। এখন পর্যন্ত বলা হয়, টেসলার এস প্লেইড মডেলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হলো ইকিউই। ফলে ইকিউইর চেষ্টা থাকবে সাশ্রয়ী ও সহজগম্য উপায়ে বাজারে প্রবেশ করা।
[IMG]http://forex-bangla.com/customavatars/1231667476.jpg[/IMG]