বৈশ্বিক অর্থনীতি স্থবিরতার মধ্য দিয়ে চললেও কানাডায় কর্মসংস্থান বাজার এখনো শক্তিশালী রয়ে গিয়েছে। গত অক্টোবরে দেশটিতে নতুন কর্মসংস্থান পূর্বাভাসের চেয়েও ১০ গুণ বেশি হয়েছে। এ সময়ে বেকারত্বের হারও স্থিতিশীল রয়েছে। এ পরিস্থিতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে আরো আগ্রাসীভাবে সুদের হার বাড়াতে প্ররোচিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দেশটির সরকারের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, অক্টোবরে কানাডার শ্রমবাজারে নতুন কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৮ হাজার ৩০০। যেখানে পূর্বাভাসে বলা হয়েছিল ৯৮ হাজার ৩০০। পাশাপাশি এ সময়ে দেশটির বেকারত্ব হার ৫ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত রয়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও কানাডার শ্রমবাজারের এমন পরিসংখ্যানকে বেশ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে গত সপ্তাহে ব্যাংক অব কানাডা (বিওসি) সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ছোট অঙ্কের বৃদ্ধির পর সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশে পৌঁছেছে। এর পরও অপ্রত্যাশিতভাবে দেশটিতে নতুন কর্মসংস্থান ১০ গুণ বেড়েছে।

কানাডায় পুঁজিবাজার সম্পর্কিত সংস্থা স্কশিয়াব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ডেরিক হোল্ট বলেন, দেশের শ্রমবাজারের পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক (বিওসি) শক্তিশালীভাবেই নিয়ন্ত্রণ করছে। বিষয়টি দেখে আমি বিস্মিত হয়েছি।

বণিক বার্তা