মহামারীর শুরু থেকেই জিরো কভিড নীতি অব্যাহত রেখেছে চীন। বার বার লকডাউন আরোপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিজুড়ে স্থবিরতা তৈরি করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বজুড়ে নিম্নমুখী চাহিদা দেশটির উৎপাদন খাতেও অনিশ্চয়তা তৈরি করেছে। এছাড়া প্রযুক্তি খাতে সরকারের নিয়ন্ত্রণ এবং আবাসন খাতে দীর্ঘস্থায়ী মন্দার কারণে মূল ভূখণ্ড ও হংকংয়ের পুঁজিবাজারে দরপতন ঘটছে নিয়মিতই। এ অবস্থায় চীনা অতিধনীরা নিজেদের সম্পদ কমতে দেখছেন। চলতি বছর তাদের সম্পদে দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে। গতকাল প্রকাশিত একটি বার্ষিক ধনীর তালিকায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিষ্ঠান হারুন রিস লিস্ট ৫০০ কোটি ইউয়ান (৬৯ কোটি ২০ লাখ ডলার) বা তার বেশি সম্পদ থাকা চীনাদের র*্যাংকিং প্রকাশ করে থাকে। চীনের শীর্ষ ধনীদের র*্যাংকিং প্রকাশ করা প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর এ পরিমাণ সম্পদ থাকা চীনার সংখ্যা ১ হাজার ৩০৫ জনে নেমেছে। ৫০০ কোটি ইউয়ানের বেশি অর্থের মালিকানা থাকা চীনাদের এ সংখ্যা গত বছরের তুলনায় ১১ শতাংশ কমেছে। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩ লাখ ৫০ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। মোট সম্পদের পরিমাণও গত বছরের তালিকা থেকে ১৮ শতাংশ কম।

এদিকে ১ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা চীনাদের সংখ্যাও ব্যাপকভাবে কমে গিয়েছে। চলতি বছর এমন অতিধনীদের সংখ্যা মাত্র ২৯ জনে নেমেছে। গত বছর এ সংখ্যা ৫৬ জনে ছিল। পাশাপাশি ডলারের হিসাবে দেশটিতে বিলিয়নেয়ারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ১০০ কোটি ডলারের বেশি সম্পদ থাকা চীনাদের সংখ্যা চলতি বছর ৯৪৬ থেকে কমে ২৩৯ জনে দাঁড়িয়েছে।

বণিক বার্তা