যুক্তরাষ্ট্রের ব্যবহূত গাড়ির বাজার পতনের মুখে পড়েছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব গাড়ির দাম ২ শতাংশ কমেছে। ঠিক এক বছর আগের সময়ের সঙ্গে তুলনা করলে এ কমার হার ১০ দশমিক ৩ শতাংশ। দ্য ম্যানহেইম ইউজড ভেহিকল সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর দ্য হিল।

সূচকে দেখা যায়, ব্যবহূত বিলাসবহুল গাড়ির দাম ১৩ দশমিক ৫ শতাংশ কমেছে। ব্যবহূত এসইউভির দাম কমেছে ১২ দশমিক ৩ শতাংশ এবং পিকআপ ট্রাকের দাম ৮ দশমিক ৪ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের সর্বশেষ ভোক্তা মূল্যসূচক অনুসারে, গত বছরের চেয়ে এবার ক্রেতাদের ব্যবহূত গাড়ি কিনতে ৭ দশমিক ২ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ, ডিলাররা গাড়ির জন্য কম অর্থ খরচ করলেও ক্রেতাদের ঠিকই বেশি অর্থ গুনতে হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, ডিলাররা এ অর্থ পার্থক্য ধরে রেখেছেন এবং এর মাধ্যমে ব্যবহূত গাড়ির বাজারে এক ধরনের মূল্যস্ফীতি তৈরি হয়েছে।

ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক কর্মকর্তা বিশ্লেষক ক্লডিয়া সাম বলেন, দিনশেষে হিসাব করা হয় যে মূল্যস্ফীতি কতটুকু হলো এবং পণ্যের দাম কী পরিমাণে বাড়ল। এগুলোর ওপরই নির্ভর করে যে ব্যবসা কেমন হবে। আমরা একটি পুঁজিবাদী অর্থনীতির ভেতর বাস করি। ফলে ছোট ব্যবসা হোক আর করপোরেশন হোক, তাদের সিদ্ধান্ত নিতে হয় যে কখন দাম বাড়াতে হবে আর কখন কমাতে হবে।

বণিক বার্তা