চীনে তৈরি গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে রফতানির বিষয়টি বিবেচনা করছে টেসলা। পরিকল্পনা চূড়ান্ত হলে এটি হবে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিপরীতমুখী একটি পদক্ষেপ। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে এ পরিকল্পনা কার্যকর হলে মার্কিন গাড়ি ক্রেতাদের জন্য নতুন জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মূলত নতুন পরিকল্পনার মাধ্যমে সাংহাইয়ের কারখানায় স্বল্প ব্যয়ে গাড়ি উৎপাদন সুবিধা কাজে লাগাতে চাইছে বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। পাশাপাশি চীনে চাহিদা কমে যাওয়ার বিষয়টিও সংস্থাটিকে এমন পরিকল্পনা করতে প্ররোচিত করেছে বলে মনে করা হচ্ছে।

সূত্র দুটি রয়টার্সকে জানিয়েছে, টেসলা চীনভিত্তিক সরবরাহকারীদের তৈরি যন্ত্রাংশ উত্তর আমেরিকার স্থানীয় বিধির সঙ্গে সংগতিপূর্ণ কিনা তা খতিয়ে দেখছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই চীনে তৈরি মডেল ওয়াই ও মডেল থ্রি গাড়ি যুক্তরাষ্ট্রে রফতানি করা হবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় গাড়িগুলো রফতানি করতে চায় প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি টেসলা। তবে সংবাদ প্রকাশের পর একটি টুইটার পোস্টে সংস্থাটির প্রধান নির্বাহী খবরটিকে কেবল মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। যদিও তিনি বিস্তারিত তথ্য দেননি।

বণিক বার্তা