যুক্তরাজ্যে মূল্যস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত রয়েছে। আগস্টে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার চাপ কিছুটা ধীর হয়েছিল। এ প্রবণতা অব্যাহত থাকারও আশা করেছিলেন অর্থনীতিবিদরা। তবে সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরে ভোক্তা মূল্য সূচক ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। নতুন করারোপ ও সরকারি ব্যয়ে কাটছাঁট পরিকল্পনা প্রকাশের মধ্যে এমন তথ্য জীবনযাত্রার সংকট নিরসনে আরো পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো করেছে।

এপির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে। এ পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে পড়া পরিবারগুলোকে বিপর্যয়ে ফেলে দিয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্য সূচক ১১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ হার সেপ্টেম্বরের ১০ দশমিক ১ শতাংশকেও ছাড়িয়ে গিয়েছে। যেখানে অর্থনীতিবিদরা ১০ দশমিক ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। খাদ্য ও জ্বালানির উচ্চ দাম যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হারকে ১৯৮১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে।

ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট কয়েক লাখ পাউন্ড সরকারি ব্যয় কমানোর এবং কর বাড়ানোর পরিকল্পনা উন্মোচন করার একদিন আগে এ পরিসংখ্যান প্রকাশ হলো। মূল্যস্ফীতির প্রভাব থেকে নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে এ প্রণোদনা দিতে যাচ্ছে সরকার।

বণিক বার্তা