চীনের রিয়েল এস্টেট খাতের সংকট অব্যাহত রয়েছে। পর্বতসম ঋণে জর্জরিত খাতটি পুনরুদ্ধারে নানা ধরনের নীতিসহায়তা দিচ্ছে সরকার। এ অবস্থায় আগামী বছর খাতটি ঘুরে দাঁড়ানো শুরু করবে বলে আশা অর্থনীতিবিদদের। আরো প্রণোদনামূলক ব্যবস্থা ও কভিডজনিত বিধিনিষেধ শিথিলের বিষয়টি সংকটপীড়িত খাতটি পুনরুদ্ধারে সহায়তা করবে বলে মনে করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে এ তথ্য উঠে এসেছে।

৯-১৭ নভেম্বরের মধ্যে রয়টার্স ১৬ জন বিশ্লেষক ও অর্থনীতিবিদের ওপর জরিপটি পরিচালনা করে। বিশ্লেষকদের মতে, আগামী বছরের প্রথমার্ধেও চীনে বাড়ির দাম নিম্নমুখী থাকবে। তবে পুরো বছরের হিসাবে বাড়ির দাম কিছুটা বাড়বে।

জরিপ অনুসারে, ২০২৩ সালের প্রথমার্ধে নতুন বাড়ির দাম দশমিক ৫ শতাংশ কমবে। এ হার সেপ্টেম্বরের পূর্বাভাসে দেয়া ২ শতাংশের চেয়ে অনেক কম। আবার পুরো বছরের হিসাবে বাড়ির দাম ১ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

চায়না রেনেসাঁ হোল্ডিংস লিমিটেডের প্রধান অর্থনীতিবিদ লি জংগুয়াং বলেন, আগামী বছর রিয়েল এস্টেট খাতের সূচকগুলো একটি টার্নিং পয়েন্ট দেখতে পাবে। সে সময় কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় অর্থনীতিও স্থিতিশীল হতে শুরু করবে। পাশাপাশি ভোক্তাদের আস্থারও উন্নতি হবে।

বণিক বার্তা