কর্মীদের বিক্ষোভের কারণে ফক্সকনের ফ্ল্যাগশিপ আইফোন উত্পাদনকারী কারখানা থেকে নভেম্বরে ডিভাইস সরবরাহ কমতে পারে। সেই সঙ্গে অ্যাপলের বাজার হিস্যা কমার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সরাসরি অবগত একটি সূত্রে তথ্য জানা গিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিক্ষোভের পর অনেক কর্মী কারখানা ছেড়ে চলে গিয়েছে, যে কারণে নভেম্বরে যে পরিমাণ আইফোন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটি প্রভাবিত হতে পারে। ফক্সকনের কারখানাটি আইফোন উত্পাদনের অন্যতম কেন্দ্র। কভিড-১৯-এর সংক্রমণ রোধে কারখানাটি প্রথম থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে, যার কারণে কর্মীদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ তৈরি হয়েছে। অনেক কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং অনেকেই কারখানা ছেড়ে পালিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ক্রিসমাস ও নতুন বছরের ছুটিতে আইফোন উত্পাদন ও সরবরাহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ব্যাহত হয়েছে।

সম্প্রতি কারখানায় বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নভেম্বরে যে পরিমাণ আইফোন উত্পাদনের কথা ছিল তার ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছে ফক্সকন। আইফোন ১৪ প্রোসহ অন্যান্য প্রিমিয়াম মডেল উত্পাদনের একমাত্র কারখানা এটি।

বণিক বার্তা