টুইটারে নতুন ব্যবহারকারীর সাইন-আপ রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে বলে জানান ইলোন মাস্ক। বিজ্ঞাপনদাতারা যখন মাইক্রোব্লগিং প্লাটফর্মটি ছেড়ে দিচ্ছে তখন ইতিবাচক এ খবর জানানোর মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা করছেন এ বিলিয়নেয়ার উদ্যোক্তা।

সম্প্রতি এক টুইটে মাস্ক জানান, ১৬ নভেম্বরের পর থেকে গত সাতদিনে প্লাটফর্মটিতে দৈনিক সাইন-আপের পরিমাণ ২০ লাখ ছাড়িয়েছে, ২০২১ সালের একই সপ্তাহের তুলনায় যা ৬৬ শতাংশ বেশি।

তিনি আরো জানান, প্লাটফর্মে ব্যবহারকারীদের সময় কাটানোর ব্যাপ্তিও বেড়েছে। ১৫ নভেম্বরের পর থেকে গত এক সপ্তাহে দৈনিক সময় কাটানোর পরিমাণ ৮০০ কোটি মিনিটে দাঁড়িয়েছে। ঘৃণামূলক বক্তব্যের পরিমাণও গত অক্টোবরের তুলনায় লক্ষণীয় পরিমাণে কমেছে। স্পেসএক্স ও টেসলার মতো সফল কোম্পানির এ প্রতিষ্ঠাতা জানান, টুইটার অধিগ্রহণের পর ‘এক্স’ নামে একটি সব কাজের অ্যাপ নিয়ে আসা সহজতর হবে। টুইটার ২.০ দি এভরিথিং অ্যাপে এনক্রিপটেড ডিরেক্ট মেসেজ (ডিএম), দীর্ঘকায় টুইটসহ আর্থিক লেনদেন করা সম্ভব হবে। গতকাল আরেক টুইটে মাস্ক বলেন, ১২ থেকে ১৮ মাসের মধ্যে টুইটারের সক্রিয় মাসিক ব্যবহারকারী ১০০ কোটির সীমা অতিক্রম করবে।

মাস্কের টুইটার অধিগ্রহণের পর সৃষ্ট অস্থিরতায় অনেকেই প্লাটফর্মটিতে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়। বিজ্ঞাপন বন্ধ করে দেয়া কোম্পানির মধ্যে রয়েছে জেনারেল মোটরস (জিএম), ফাইজার ও ফক্সওয়াগনের মতো কোম্পানি।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের নিয়ন্ত্রণে টুইটার কনটেন্ট মডারেশনে ভিন্নতা আনতে পারে এবং দৃষ্টিকটু অনেক কনটেন্ট সেখানে পাওয়া যেতে পারে এ রকম আশঙ্কা অনেক কোম্পানির। আবার টুইটারের শীর্ষ পদে অনিশ্চয়তায় কেউ কেউ প্লাটফর্মটি থেকে বিদায় নিচ্ছে। টুইটারের নিয়ন্ত্রণ বুঝে নিয়েই শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালসহ একদল শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন মাস্ক।

বণিক বার্তা