বেশি লস করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের ভুলটাকে শিকার করতে চাই না সব সময় ভাগ্যকে দোষারোপ করি। দেখা যাচ্ছে কিছুটা লস হওয়ার পর আমরা দ্রুত সময়ে সেই লস রিকভারি করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এগ্রেসিভ ট্রেড করে থাকে দ্রুত লস কাভার করার জন্য।

কিন্তু আমার মতে যখন লস হবে তখন কিছু দিনের জন্য ট্রেড করা বন্ধ রাখতে হবে। এই সময়ে পূর্ববর্তী ভুলগুলো নোট ডাউন করে সেগুলো সংশোধন করার চেষ্টা করতে হবে। কারো খুব একটা সাহায্য নেওয়া প্রয়োজন পড়ে না যদি আপনি গুগলকে ভালো করে ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প ইনভেস্ট করে দেখতে হবে পূর্বের ভুলগুলো ঠিক হয়েছে কিনা। তবে সেই অল্প ইনভেস্ট দিয়ে কখনো বড় খেলোয়াড় হওয়ার চিন্তা করা যাবে না।

মার্কেটে যতগুলো ট্রেডিং স্ট্রাটেজি আছে তার মধ্যে সবচাইতে ইফেক্টিভ হচ্ছে নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি। অযথা বিভিন্ন স্ট্রাটেজি এর পিছনে দৌড়ানো দরকার নেই। যদি আপনি আপনার ভুলগুলো নিয়মিত সংশোধন করতে পারেন তাহলে দেখবেন একদিন ইনশাআল্লাহ সফল ট্রেডারদের অন্তর্ভুক্ত হবেন।

কারো কাছ থেকে কয়েক মাসের কোর্স করে কেউ কোনদিন সফল ট্রেডার হতে পারবেনা। বরং যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে আপডেট করে তারাই একসময় সময়ের ব্যবধানে সফল ট্রেডার হয়ে ওঠে।