আমার মতে সারাদিনে অসংখ্যা ট্রেড না করে ভালমত এ্যানালিসিস করে ২ থেকে ৩টি ট্রেড করে প্রতি ট্রেডে ২০ পিপন্স লাভ করতে পারলেই মাসিক টার্গেট পূরন করা সম্ভব। এর বেশি অনাকাঙ্খিত এবং এ্যানালিসিস ছাড়া ট্রেড করলে লাভের চেয়ে লসের ভাগ বেশিই হয়। তবে যারা ফরেক্স এ অনেক অভিজ্ঞ তারা দিনে ১টি মার্কেট ভাল না থাকলে হয়ত ২দিন পর পর একটি করে ট্রেড করে অনেক মুনাফা অর্জন করে থাকে। তাই আমি ফোরামের সকল ভাইদের বলব মার্কেট সম্পর্কে ভালভাবে জেনেশুনে দিনে কয়েকটি ট্রেড করে কাঙ্খিত লাভ নিয়ে নেওয়াটা ভাল। ট্রেডিং সম্পর্কে আমি এক অভিজ্ঞ ট্রেডারকে বলতে শুনেছি যে, সারাদিনে ট্রেড না করাটা ট্রেডের একটি অংশ।