ওয়ালটনের বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাইক তাকিওনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে প্রচলিত জ্বালানিচালিত মোটরসাইকেলের মতো বিআরটিএর নিবন্ধন নিয়ে বাংলাদেশের সড়কে চলতে পারবে ই-বাইকটি। এই বাইকে প্রতি কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে খরচ পড়বে মাত্র ১০–১৫ পয়সা। ওয়ালটন তাকিওন নামের ই-বাইক বাজারজাত করছে। প্রচলিত পেট্রল-অকটেনচালিত বাইকের মতো ওয়ালটনের ই-বাইক ২ কিংবা ১০ বছরের জন্য বিআরটিএর নিবন্ধন করা যাবে। ওয়ালটনের কম্পিউটার পণ্য ও তাকিওন ইলেকট্রিক বাইকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকে রয়েছে শক্তিশালী ব্রাশলেস ডিসি মোটর, যার সর্বোচ্চ ক্ষমতা ১.৫ কিলোওয়াট। এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন বেজড ব্যাটারি, যার ধারণক্ষমতা ১.৬ কিলোওয়াট-ঘণ্টা। একবার চার্জে বাইকটি ৭০ কিলোমিটার পথ পাড়ি দেবে। বাইকটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার।
[IMG]http://forex-bangla.com/customavatars/592397780.png[/IMG]