২০২২ সালে রেকর্ড ১৩ লাখ গাড়ি বিক্রি করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৪০ শতাংশ বেশি। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিবিসির খবরে বলা হয়েছে, ওই ১৩ লাখের মধ্যে ৪ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে বছরের শেষ তিন মাসে। চলতি বছর গাড়িজাতীয় পণ্যের চাহিদা খানিকটা কমতে পারে বলে আশঙ্কা করছে বিবিসি।ঋণের ওপর বিশ্বব্যাপী সুদের হার বৃদ্ধি ও মন্দার সম্ভাবনার ফলে সম্ভাব্য ক্রেতারা পিছিয়ে যেতে পারেন, বলছে তারা। এদিকে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বলেছে, তারা টেসলাকে জরিমানা করার প্রস্তুতি নিচ্ছে। কেননা, টেসলা কম তাপমাত্রায় কম ড্রাইভিং রেঞ্জ দিয়ে থাকে। আর এ তথ্যটি তারা গ্রাহকদের জানাতে ব্যর্থ হয়েছে। এছাড়া একবার চার্জ দিয়ে টেসলা যতটা ড্রাইভিং রেঞ্জ দেয়, এ বিষয়েও তারা অতিরঞ্জিত তথ্য দিয়েছে। জ্বালানি খরচ সাশ্রয়ের বিষয়েও তাদের দেয়া তথ্য অতিরঞ্জিত বলছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন। কোম্পানির লজিস্টিক সমস্যার জন্য বছরের চতুর্থ প্রান্তিকে তারা উৎপাদনও কমিয়ে দিয়েছিল। গত অক্টোবরে প্রতিষ্ঠানের কর্ণধার ইলোন মাস্ক বলেছিলেন, তারা সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছেন। গত বছর মাস্ক ব্যস্ত ছিলেন টুইটার নিয়ে। এছাড়া উৎপাদনে ব্যাঘাত, চাহিদার মন্দা ইত্যাদি কারণে বছরটিতে টেসলার শেয়ার বিক্রি কমেছে ৬৫ শতাংশ পর্যন্ত। ২০১০ সালে বাজারে আসার পর থেকে এটি ছিল টেসলার জন্য সবচেয়ে খারাপ সময়।
[IMG]http://forex-bangla.com/customavatars/700232191.jpg[/IMG]