ব্যয় সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। প্রযুক্তি জায়ান্টটির শীর্ষ নির্বাহী অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেন। কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যান্ডি জেসি লিখেন, ১৮ জানুয়ারি থেকে ওই কর্মীদের ছাঁটাই কার্যকর হবে। এতে ৩ লাখ কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশ বাদ পড়বে। গত নভেম্বর অ্যামাজনই জানিয়েছিল, তারা বড় অংকের কর্মী ছাঁটাইয়ে যাবে তবে কেমন সংখ্যক ছাঁটাই হবে তা নিশ্চিত করেনি। নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাই নিশ্চিত করল অ্যামাজন সিইও।
[IMG]http://forex-bangla.com/customavatars/2124599531.jpg[/IMG]
জেসি বলেন, যারা ছাঁটাই হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ দেয়া হচ্ছে, অন্তঃবর্তীকালীন স্বাস্থ্য বীমা সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা চলছে।তিনি আরো বলেন, অতীতে অনেক অনিশ্চিত ও কঠির পরিস্থিতি কাটিয়ে এসেছে অ্যামাজন। আশা করি আমরা সামনের ভবিষ্যতেও কাটিয়ে উঠব। এরই মধ্যে নতুন কর্মসংস্থান বন্ধ রেখেছে অ্যামাজন। এছাড়া কিছু ওয়্যারহাউস সম্প্রসারণও বন্ধ রয়েছে।