আধুনিক গাড়ির বাজারে টিকে থাকতে হলে নির্মাতাদের প্রতি বছরই কিছু না কিছু নতুন চমক নিয়ে আসতে হয়। সেটি এবার হতে পারে কোনো বিদ্যমান মডেলকেই নতুন মোড়কে হাজির করা। হতে পারে বিদ্যমান কোনো ফিচারে সামান্য পরিবর্তন নিয়ে আসা অথবা যানবাহনের বিভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতায় থাকতে একবারে নতুন কোনো মডেলের গাড়িই বাজারে নিয়ে আসা। প্রতি বছরের মতো ২০২২ সালেও উল্লেখযোগ্য পরিমাণ নতুন গাড়ি বাজারে এসেছে। যেগুলো বিশ্ব বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তাই নতুন বছরে নেওয়া যাক গত বছরের সবচেয়ে আলোচিত ৫টি গাড়ির বিষয়ে।
[IMG]http://forex-bangla.com/customavatars/907490259.png[/IMG]

নিসান ৪০০জেড ফেয়ারলেডি
জেড৩৪ নিসান ৩৫০জেড এবং ৩৭০জেড দারুণ একটা গাড়ি, রিয়ার-হুইল ড্রাইভ ও এন্ট্রি-লেভেল স্পোর্টস কার হওয়ার দরুন এই গাড়িটি ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। তাদের মধ্যে রয়েছে যথাক্রমে ভিকিউ৩৫ এবং ভিকিউ৩৭ ইঞ্জিন। যেগুলো বেশ জনপ্রিয় এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এই বিখ্যাত গাড়িগুলোর সত্যিকারের উত্তরসূরি হিসেবে আবির্ভাব ঘটেছে ৪০০জেড ফেয়ারলেডির। যা শুধু নিসান জেড নামেও পরিচিত। যা মজাদার স্পোর্টস কু সেগমেন্টের একটি নতুন সংযোজন।


টয়োটা জিআর৮৬/সুবারু বিআরজেড
টয়োটা, সুবারু এবং সায়োন-এর যথাক্রমে জিটি৮৬, বিআরজেড, এফআর-এস মডেল ৩টির উত্তরসূরি হয়ে এসেছে নতুন জিআর৮৬/বিআরজেড মডেলটি। পূর্ববর্তী মডেলগুলোয় ইঞ্জিনের ক্ষমতার অভাব নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। নতুন এই মডেলটি সে সব অভিযোগকে দূর করতে সক্ষম হয়েছে। নতুন এই মডেলটিতে আগের ২ লিটার ফ্ল্যাট-ফোর বক্সার ইঞ্জিনকে ২ দশমিক ৪ লিটার বক্সার ইঞ্জিনে পরিণত করা হয়েছে। ২২৪ হর্সপাওয়ার সম্পন্ন গাড়িটিতে রয়েছে ৬-স্পিড ম্যানুয়া


হোন্ডা সিভিক টাইপ আর
জাপান থেকে বেরিয়ে আসা সিভিক টাইপ আর সবসময়ই প্রশংসা পাওয়া এফডব্লিউডি স্পোর্টস কারগুলোর মধ্যে একটি। এর পুরানো প্রজন্মের এফকে৮ টাইপ আর নুরবার্গিং রেসিং ট্র্যাকে দ্রুততম ল্যাপ শেষ করার রেকর্ড তৈরি করেছিল। তবে এফকে৮ এর কুলিং সংক্রান্ত কিছু সমস্যা ছিল। এ ছাড়া এফকে৮ দেখতেও খুব একটা ভালো ছিল না।


জিএমসি হ্যামার ইভি
হ্যামার তাদের বিশাল আকার-আকৃতি, রাস্তায় উপস্থিতি এবং অফ-রোডিং এ তাদের পরাক্রমের জন্য বেশ সুপরিচিত। ২০১০ সাল থেকে চলা দ্য হ্যামার এইচ১ এবং এইচ২ মডেল দুটি তাদের আইকন হিসেবে পরিচিত। এই গাড়িগুলোর উৎপাদন বন্ধ করা হলে অনেক গ্রাহক হতাশ হন। তবে এই বছর হ্যামার আবার পুনরুজ্জীবন ঘটেছে। একটি বৈদ্যুতিক এসইউভি এবং পিকআপ ট্রাকের আকারে আবার ফিরে এসেছে হ্যামার।

লোটাস এমিরা
লোটাস সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে গত বছর। যার ফলে ঘোষণাটির পর থেকে লোটাস এমিরা হতে চলেছে কোম্পানিটির শেষ গ্যাসচালিত গাড়ি। ২০২২ সালের মার্চে মুক্তি পায় গাড়িটি। এমিরাতে টয়োটার একটি ৩ দশমিক ৫ লিটারের সুপারচার্জড ভি৬ অথবা মার্সিডিজ বেঞ্জের একটি ২ লিটারের ইনলাইন ৪-ইঞ্জিন রয়েছে। যেখানে ৬-স্পিড স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল ট্রান্সমিশন বিদ্যমান।