ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে দারুণ জনপ্রিয় গুগলের ইউটিউব। ভিডিও বানিয়ে অনেকেই এ প্ল্যাটফর্ম থেকে মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন। ইউটিউবের কল্যাণে অনেকেই ভিডিও বানানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে সংক্ষিপ্ত পরিসরের ভিডিওর ক্ষেত্রে তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে টিকটক। টিকটককে টেক্কা দিতে ২০২১ সালের ১৩ জুলাই প্ল্যাটফর্মটিতে চালু হয় 'ইউটিউব শর্টস' নামে ১৫ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা। এতদিন পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এ ভিডিও আপলোড করে আয়ের সুযোগ পেতেন না ব্যবহারকারীরা।
[IMG]http://forex-bangla.com/customavatars/790894908.jpg[/IMG]
এবার শর্টস ভিডিও নির্মাতাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শর্টস ভিডিও থেকে আয় করতে পারবেন নির্মাতারা। এ লক্ষ্যে ইউটিউব চালু করছে শর্টস মনিটাইজেশনের প্রক্রিয়া। আগামী মার্চ থেকেই এই মনিটাইজেশন শুরু করে দেবে ইউটিউব। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য দশটা ইউটিউব ভিডিও থেকে যেমন আয় করা যায়; ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করেও একইভাবে আয় করা যাবে। ইউটিউব শর্টস থেকে আয়ের পরিমাণ মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করবে।