[IMG]http://forex-bangla.com/customavatars/86127842.jpg[/IMG]
বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। বিশেষ করে বড় কোম্পানিগুলো এমনভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করছে যেন তা শূন্য কার্বন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। শূন্য কার্বন নিঃসরণের পথে বৈশ্বিক উদ্যোগের সঙ্গে মিলিয়ে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটাও টেকসই ও পরিবেশবান্ধব গাড়ি উৎপাদনের কাজ শুরু করেছে। এছাড়া যে গাড়িগুলো এরই মধ্যে চলাচল করছে সেগুলোর অভ্যন্তরীণ কিছু পরিবর্তনের মাধ্যমে সেগুলোতে ফুয়েল সেল ও বিদ্যুচ্চালিত মোটর ব্যবহারের পরিবেশবান্ধব করার পরিকল্পনা হাতে নিয়েছে।