গত বছর জাপানের পাইকারি মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭ শতাংশ। আমদানি ব্যয় বৃদ্ধি ও করপোরেট মুনাফায় পতনের ফলে গত বছর রেকর্ড মূল্যস্ফীতি দেখেছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি। সোমবার ব্যাংক অব জাপান এ তথ্য নিশ্চিত করেছে। ১৯৮১ সালে উপাত্ত রাখার পর সর্বোচ্চ পাইকারি মূল্যস্ফীতির বছর ছিল ২০২২। ২০২১ সালের ৪ দশমিক ৬ শতাংশের প্রায় দ্বিগুণ ছিল গত বছরের পাইকারি মূল্যস্ফীতি। ডিসেম্বরে পাইকারি মূল্যস্ফীতি ১০ দশমিক ২ শতাংশ ছুঁয়েছিল। ২০২২ সালে দুইবার পাইকারি মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়েছে। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময়মূল্য হ্রাসে গত বছর জাপানের আমদানি ব্যয় বেড়েছে। জ্বালানি তেলসহ বিভিন্ন শিল্প কাঁচামাল ও খাদ্যপণ্য আমদানি করে জাপান। গত বছর লোহা ও ইস্পাতের দাম বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ এবং কাগজ ও মণ্ডের দাম বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। পেট্রোলিয়াম ও কয়লা পণ্যের দাম বেড়েছে ৮ শতাংশ। [IMG]http://forex-bangla.com/customavatars/1835227377.jpg[/IMG]