চলতি বছর এক কোটিরও বেশি গাড়ি উৎপাদন করতে চায় টয়োটা মোটর। গতকাল এ আশাবাদ ব্যক্ত করে জাপানভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি। সোমবার এক প্রাক্কলনে টয়োটা জানায়, ২০২৩ সালে ১ কোটি ৬ লাখ গাড়ি নির্মাণ করতে চায় তারা। কভিড-১৯ ও যন্ত্রাংশের সরবরাহ চেইন সংকট সত্ত্বেও এ উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করছে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটি। গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রার তথ্য শেয়ারের উদ্দেশ্য সম্পর্কে টয়োটার এক নির্বাহী জানান, এর ফলে সরবরাহকারীরা তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারবে। গত মাসে এক প্রাক্কলনে টয়োটা জানিয়েছিল, চলতি অর্থবছর (এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩) ৯২ লাখ গাড়ি উৎপাদন করতে যাচ্ছে তারা। বিভিন্ন উপকরণ ব্যয় বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টরের স্বল্পতায় টয়োটার গাড়ি উৎপাদন কমেছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/852258002.jpg[/IMG]