বিশ্বের অন্যতম জনপ্রিয় ডু-হুইলার নির্মাতা হার্লে ডেভিডসন। গ্রাহকদের জন্য নতুন নতুন বাইক আনছে প্রতিনিয়ত। এবার এক বিশেষ ধরনের বাইক নিয়ে এলো সংস্থাটি। তাদের এবারের হার্লে ডেভিডসন ফ্রিহুইলার ট্রাইক নামের বাইকটিতে দেওয়া হয়েছে ৩টি চাকা। আন্তর্জাতিক বাজারে বেশ অনেকদিন আগেই এসেছে বাইকটি। তবে এখন এটি একটি কালো আপডেটেড ভার্সনে আনা হয়েছে। বাইকটির সামনের প্রান্তে হেডল্যাম্প নেসেল, ট্যাঙ্ক কনসোল, পাওয়ারট্রেন এবং এক্সজস্ট কালো করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিশেষ এই বাইকে কী কী ফিচার থাকছে- হার্লে ডেভিডসন ফ্রিহুইলার ট্রাইক বাইকটির সামনে একটি এবং পেছনে দু’টি চাকা রয়েছে। বাইকে বসতে পারবেন দু’জন আরোহী। একটি আরামদায়ক যাত্রার জন্য ফ্লোরবোর্ড এবং সোজা রাইডিং পজিশন দেবে নতুন বাইকটি।
[IMG]http://forex-bangla.com/customavatars/2031685782.jpg[/IMG]