২০১৩ সালে প্রথম উন্মোচিত হওয়া যুক্তরাষ্ট্রের বস্টন ডায়নামিক্সের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন ন মানবীয় রোবট 'অ্যাটলাস' নতুন দক্ষতা অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, রোবটটি একটি ভারী কাঠামো ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে সেটি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ছুড়ে দিচ্ছে। সুনিপুণ দক্ষতার সঙ্গেই কাজটি করতে পেরেছে সে। একে নতুন মাইলফলক হিসেবে দেখছে নির্মাতা কোম্পানিটি।
[IMG]http://forex-bangla.com/customavatars/871250088.jpg[/IMG]