জি৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যই চলতি বছরে প্রবৃদ্ধির মুখ দেখবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস এমনটাই। ২০২৩ সালে যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে বলে পূর্বাভাস আইএমএফের। যদিও এর আগে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। চ্যান্সেলর জেরেমি হান্টের দাবি, গত বছর বিভিন্ন পূর্বাভাসের চেয়ে ভালো করেছে যুক্তরাজ্যের অর্থনীতি।
আইএমএফ বলছে, বিশ্বের অগ্রসর অর্থনীতির দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাজ্যের জিডিপি সংকুচিত হবে। উচ্চ জ্বালানি মূল্য ও উচ্চমূল্যস্ফীতির মতো আর্থিক সংকটে এমনটা হতে পারে। আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের গোরিঞ্চাস বিবিসিকে জানান, ২০২২ সালে ৪ দশমিক ১ শতাংশ তুলনামূলক চাঙ্গা প্রবৃদ্ধি ছিল। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ চাঙ্গা প্রবৃদ্ধি ছিল বৈকি। কিন্তু ২০২৩ সালে আমাদের সংকোচনের পূর্বাভাসই দিতে হচ্ছে। আইএমএফের পূর্বাভাস, ২০২৪ সালে যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক ৯ শতাংশ সম্প্রসারিত হবে। আগের শূন্য দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে যা কিছুটা বেশি। গত ডিসেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৫ শতাংশ, যা দেশটির ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। যুক্তরাজ্যের অর্থনীতি সংকোচনের পূর্বাভাস দিলেও অন্যান্য প্রধান অর্থনীতি নিয়ে আশাবাদী আইএমএফ। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্প্রসারিত হবে ১ দশমিক ৪ শতাংশ। এছাড়া জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার অর্থনীতি সম্প্রসারিত হবে যথাক্রমে শূন্য দশমিক ১ শতাংশ, শূন্য দশমিক ৭, শূন্য দশমিক ৬, ১ দশমিক ৮ ও ১ দশমিক ৫ শতাংশ।
[IMG]http://forex-bangla.com/customavatars/647528586.jpg[/IMG]