বড় আকারের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক গাড়ি শিল্প। কয়েক সপ্তাহে এ খাতে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সবশেষ ঘোষণা এসেছে টয়োটা মোটরসের নেতৃত্ব বদলের। ইলোন মাস্কের টেসলা যখন বিশ্বের শীর্ষ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, তখন এমন পরিবর্তনের আভাস এল টয়োটার পক্ষ থেকে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
বর্তমান প্রধান নির্বাহী আকিও তয়োদা আগামী এপ্রিলে সরে দাঁড়াবেন। সেখানে আসবেন কোজি সাতো। তবে তিন দশক ধরে গাড়ি তৈরিতে শীর্ষস্থান ধরে রাখলেও আগামীর দিনগুলো প্রতিষ্ঠানটির জন্য সহজ হবে না। প্রতিযোগিতা করতে হবে টেসলার সঙ্গে। টেসলা বর্তমানে প্রতি গাড়িতে টয়োটার চেয়ে সাত গুণ বেশি লাভ করছে। ২০২৩ সালের শুরুতেই স্টক বেড়েছে ২৮ শতাংশ। ইলন মাস্ক জানিয়েছেন, টেসলা ৩০ হাজার ডলারের কমে লাভজনক গাড়ি নিয়ে কাজ করছে। এক্ষেত্রে বাজারে বিদ্যমান ফক্সওয়াগন, টয়োটা, ফোর্ড মোটর ও জেনারেল মোটরের (জিএম) মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। অবশ্য এর আগে সাইবারট্রাক বাজারে আনতে প্রতিশ্রুত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছে টেসলা। তবে এবারের অবস্থান আরো স্পষ্ট। তিনি পাঁচ বছরের ব্যবধানে বাজারের সব কোম্পানিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় স্থাপন করতে চান টেসলাকে।
বাজারে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির স্থান ক্রমেই দখল করে নিচ্ছে বিদ্যুচ্চালিত গাড়ি। বিদ্যুৎ, কম্পিউটার, সফটওয়্যার নিয়ন্ত্রিত গাড়ির প্রকল্প টেসলার জন্য খুলে দিয়েছে নতুন দুয়ার। চীনে তৈরি হচ্ছে বিপুলসংখ্যক উদ্যোক্তা। ফলে মূল্যনির্ধারণে যুদ্ধ মাত্র শুরু হচ্ছে বললে ভুল হবে না। প্রতিষ্ঠিত গাড়ি কোম্পানিগুলো প্রচুর টাকা বিনিয়োগ করছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণের পেছনে। সফলতাও দেখেছেন কেউ কেউ। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই বৃহস্পতিবার বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির তথ্য প্রকাশ করেছে। ঘোষণা করেছে, ইভি বিক্রি এ বছরে ৫৪ শতাংশ বাড়ানোর।
ক্রমবর্ধমান প্রতিযোগিতায় রেনোঁ ও নিশানকে চাপে ফেলছে। রয়টার্সের বরাতে জানা যাচ্ছে, নিশান-রেনোঁর ইভি ইউনিটে বিনিয়োগ করবে। চুক্তি ঘোষিত হবে ৬ ফেব্রুয়ারি নাগাদ। নানা রকম সুবিধা বিবেচনা নিয়ে তারা আগেও যুক্ত হয়েছে। তবে এবারের চুক্তিটা কেবল টেসলা ও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতায় বাজারে টিকে থাকা নিয়ে। টেসলার ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি বলেন, যদিও বাজার সংকুচিত হচ্ছে। কিন্তু আমরা কলেবরে বর্ধিত হচ্ছি। প্রায় প্রতি বছরই ইভি দ্বিগুণ রূপ নিচ্ছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/396342194.jpg[/IMG]