ফরেক্স এর psychology নিয়ে আজকে আলোচনা করবো। মনে করুন আপনি বড়শি দ্বারা মাছ শিকার করেন ( মাছ হলো ডলার )। আপনি বড়শিতে অদার দিলেন (অদার হল আপনার মূল ব্যালান্স), অদার দিয়ে নদীতে আপনার বড়শি দিলেন মাছ ধরার জন্য (নদী হলো ফরেক্স) অদার দেয়ার পর আপনার বড়শিতে ছোট বড়ো অনেক মাছ ঠোকর দিবে। ঠোকর দেয়ার ফলে আপনার শিপকাঠি উপরে নিচে যাবে (ফরেক্স এর ভোটালিটি হবে ) মাজে মাজে আপনার আদার বড়ো মাছ (ব্যাংক, ইনস্টিটিউশন ) গোলো খেয়ে চলে যাবে। তার পর আপনি বড় মাছ শিকার এর জন্য আপনার সব আদার (বড় লট ব্যবহার ) একসাথে দিয়ে নদীতে স্থাপন করলেন বড় মাছ শিকার এর আশায় কিন্ত আর চেয়ে বড় মাছ এসে আপনার সব আদার খেয়ে চলে গেলো (আপনার ব্যালান্স জিরো ) আপনি আপনার আদার রক্ষা করতে পারলেন না। আপনার যদি আদার থাকতো আপনি বড়শিতে আবার টোপ দিতে পারতেন মাছ ধরার জন্য। মূল বিষয় হলো আপনার আদার রক্ষা করা.


আপনি বড়শিতে আদার দিয়ে নদীতে ফেললেন মাঝেমাঝে আপনার আদার মাছ সাথে সাথে খেয়ে নিবে না হয় আপনাকে wait করতে হবে। বড় মাছ আপনার আদার খেলো এখন আপনার সোতা ধরে টান দিবে, মাজে মাজে আপনার ( TP) কাছে চলে আসবে কিন্তু আবার আপনার সোতা ধরে টান দিয়ে নদীর মাঝে (SL এর কাছাকাছি ) চলে যাবে। আপনার বড়শি(এনালাইসিস, ফান্ডামেন্টাল, psychology) ভালো হলে মাছ আবার আপনার কাছে চলে আসবে (TP hit করবে ) কিন্ত আপনাকে wait করতে। আপনি মাছ নিয়ে বাসায় গেলেন but আপনি মাছ এর মাথা থেকে লেজ পর্যস্থ খেতে পারবেন না , আপনকে একটি মাছ এর টুকরো খেতে হবে। ( আপনি মার্কেট এর HH থেকে LL পর্যন্ত প্রফিট নিতে পারবেন না) আপনার মন্তব্য গুলো কমেন্ট করে জানাবেন।