সেশন ওভারল্যাপ এর সময় এড়িয়ে চলা উচিত।
যখন এক সেশন এর সাথে অন্য সেশন এর ওভারল্যাপ হয়। এই সময় খুবই সাবধান থাকতে হয়। কেননা এসময় সেশন ওভারল্যাপ করার কারণে মার্কেটের গতি বেড়ে যায়। আর এজন্য নতুন ট্রেডারদের জন্য এই সময় ট্রেড করার চেয়ে মার্কেট পর্যবেক্ষণ করাই উত্তম।
বাংলাদেশ সময় এটি মূলত রাত ৬ টা ৯ পর্যন্ত ধরা হয়।