Attachment 19206
আমরা জানি ফরেক্স মার্কেট অনেক বিশাল একটি বিজনেস মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে বাস্তবতা বলতে আছে খুবই সামান্য। আর কল্পনা দিয়ে মার্কেটটি পরিপূর্ণ। প্রতিটি সেকেন্ডে টুইস্ট থাকে। টেকনোলজির সর্বোচ্চ ইউজ ও আমরা হতে দেখতেছি।
মার্কেট কে আমরা যখন সাধারণ দৃষ্টি দিয়ে দেখে তখন খুব ইনোসেন্ট এবং সহজ সরল মনে হয়। বাস্তবে সে কতোটা ভয়ংকর তা শুধুমাত্র অভিজ্ঞরা এর বাস্তব স্বাক্ষী।
আমাদের মাঝে থাকা কিছু মানুষ আইটি তে বেশ অভিজ্ঞ। সেই অভিজ্ঞতার লেভেল এমন একটি যায়গায় আছে যেখান থেকে এরা বিশ্ব জয়ের স্বপ্ন পর্যন্ত দেখে ফেলে। ফরেক্স মার্কেট কে তাদের খুব সাধারণ বায় হাত কা খেল মনে করে। দুই চার লাইন শিখেই নিজেকে অনেক বড়ো কিছু ভেবে নেয়। এতোটাই অহংকারী হতে দেখেছি যে, তার কাছে অন্যের অভিজ্ঞতার কোন মূল্যই নেই।
একেবারে ব্যাসিক কিছু বিষয় শিখেই তারা মনে করে ফরেক্স এর সবকিছুই তারা শিখে ফেলেছে। অন্যকে স্বল্প জ্ঞানী ভাবা এবং নিজেকে অধিক জ্ঞানী ভাবা তাদের বিশেষ এক বৈশিষ্ট্য। ছয় মাস ও যায় না এই মার্কেটে এসেছে, অথচ কেউ কেউ মেন্টর হয়ে গেছে, কেউ কেই সিগন্যাল দিচ্ছে, কেউ কেউ ইন্ডিকেটর/রোবট বিক্রি করতেছে, কেউ কেউ ফান্ড ম্যানেজ এর দিকে ঝুকে পড়তেছে।
এসব মেন্টর এতোটাই গোমরাহ যে, এরা কোন সিনিয়র দের সম্মান তো করেই না বরং এমন একটি ভাব তারা ধরে যেনো তারা যা জানে এই মার্কেটে তার জ্ঞানের কাছে অন্য কেউ নেই। এভাবে তাদের বিজ্ঞাপন এর ছড়াছড়িতে সাধারণ ও সহজ সরল ট্রেডাররা তাদের নিকট যায় এবং অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতা নিয়ে চলে আসে। এমন এক অভিজ্ঞতা তারা পায় যে, কোন প্রফেশনাল ট্রেডার দেখলেও তাদের মনে হয় এরাও বুঝি সেই সদ্য জন্ম নেওয়া মেন্টর।
আমিতো এমন ও শুনেছি যে, নতুন একজন ট্রেডারকে বিনিয়োগ করে দেয়া হয়েছে ডেমুতে। অথচ তার নিকট থেকে রিয়েল ফান্ড নিয়ে তাকে বুঝিয়ে দেয়া হয়েছে একটি ডেমু একাউন্ট।
বাস্তবে মায়াদের মাঝে মূর্খের সংখ্যা বেড়েই চলেছে। "অল্প বিদ্যা ভয়ংকর" এটার বাস্তবতা আমাদের ফরেক্স কমিউনিটি তে বিদ্যমান।
একটি মানুষ ভালো কিছু দিতে আসলে তাকে আমরা কোন দিনই সম্মান দিতে পারিনি। কিছু অসাধু মানুষ আসলে দুই চারটা গরম গরম পোস্ট দিলেই দেখি তাদের সাথে যোগাযোগ শুরু করে দেয়।
আমাদের মধ্যে বেশ সমস্যা দেখেছি। একটি এনালাইসিস শেয়ার করুন, দেখেবেন কিছু মূর্খ না বুঝে বাজে মন্যব্য করে ফেলবে। ভালোরা দেখেও দেখেব না। অথচ ইমোশনাল পোস্ট দিন কমেন্ট আর কমেন্ট।
যদি বলা হয় ইনকাম করতে চান কারা। অনেকেই হাত তুলে দিবে। যদি বলা হয় শিখতে চান কারা কিছু লোক হাত উঠালেও বাস্তবে শেখার লোক পাওয়া যাবে না।
আমাদের দৃষ্টিভঙ্গি এমন যে, কিছু না করেই পরিশ্রম ছাড়াই আয় করতে চাই। এর মধ্যে সামান্য শিখেই ফরেক্সে বিনিয়োগ। আবার মানুষ ঠকিয়েও অল্প পরিশ্রমে আয় হতে পারে।
ফরেক্স মার্কেট মোটেও সাধারণ নয়। এটা সত্যিই অসাধারণ। আমাদের অনেক শেখার আছে। বাস্তব ঘটনা হলো আমরা কি শিখবো তাও অনেকেই জানি না। এটা মোটেও হাস্যকর বিষয় না। অত্যান্ত দু:খের বিষয়।
অনেক কথা বলার ছিলো। কিন্তু আজ নয়। অন্য কোনদিন বলবো। আমার লেখা কারো উপকার করবে কিনা জানি না। তবে এটা জানি আমার এই লেখা গুলো অনেকে মানুষকে রাগিয়ে দিতে পারে। এতে অবশ্য আমার কোন সমস্যা নেই।
আমি এখন অভ্যস্থ হয়ে গেছি। মানুষের দুমুখো আচারন দেখে এখন আর অবাক হই না। বাস্তবতা আমাকে অনেক কিছুই শিখিয়ে গেছে। আমি সত্যি অভিজ্ঞ হয়েছি। আপনাদের সবার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমি আরো শিখতে চাই। সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।