[IMG]http://forex-bangla.com/customavatars/1339590640.jpg[/IMG]
টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার একটি পদ্ধতি হলো টু ফ্যাক্টর অথেনটিকেশন। এখন থেকে টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের টু ফ্যাক্টর অথেনটিকেশনের এসএমএসের সুবিধা পেতে মাশুল গুনতে হবে। শুধু অর্থ প্রদানকারী গ্রাহকেরাই এখন থেকে এই সুবিধা পাবেন। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে টুইটার। এক টুইট বার্তায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ২০ মার্চের পর থেকে শুধু ভেরিফায়েড গ্রাহকদের টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পদ্ধতি হলো টু ফ্যাক্টর অথেনটিকেশন। এই পদ্ধতি চালু করা থাকলে শুধু পাসওয়ার্ড জানা থাকলেই কারও পক্ষে আইডিতে লগইন করা যাবে না। কর্তৃপক্ষ ব্যবহারকারীর মুঠোফোনে একটি ওটিপি নম্বর পাঠাবে এবং ব্যবহারকারী তা ব্যবহার করে আইডিতে লগইন করতে পারবে। তবে ওটিপি শুধু একবারই ব্যবহার করা যাবে। প্রতিবার লগইন করতে নতুন ওটিপি প্রয়োজন হবে। টুইটার তাদের নীতিমালা পরিবর্তন করতে যাচ্ছে কি না, এক গ্রাহকের এমন প্রশ্নের উত্তরে টুইটার মালিক ইলন মাস্ক বলেছেন, হ্যাঁ, প্রতিষ্ঠানটি নীতিমালায় পরিবর্তন আনছে। কারণ হিসেবে তিনি বলেন, টুইটার অপব্যবহারকারীরা বট অ্যাকাউন্ট ব্যবহার করে টু ফ্যাক্টরের মেসেজ পাঠায়, সে কারণে প্রতিবছর ছয় কোটি ডলার মুনাফা হারায় প্রতিষ্ঠানটি।
এর আগে শুধু রাজনীতিবিদ, সাংবাদিক ও অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের আইডি ভেরিফায়েড ছিল। কিন্তু এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যে কেউ তাদের টুইট আইডি ভেরিফায়েড করতে পারবে। আইডি ভেরিফায়েড করতে খরচ হবে আট ডলার। এর আগে এক সংবাদ সম্মেলনে টুইটারের মালিক বলেছিলেন, এখন থেকে যাঁরা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে আইডি ফেরিভায়েড করবেন, শুধু তাঁদেরই ‘ব্লু টিক’ দেওয়া হবে। এর খরচ বেড়ে ১৯ দশমিক ৯৯ ডলার হতে পারে।