আমাদের মাঝে অনেক ট্রেডার আছেন যারা ভাল প্রফেশনাল ট্রেডার তারা লাভও করি এবং মাঝে মাঝে লস ও করি। আমরা ট্রেডিং এর জন্য সঠিক মনবাক্য আছে সেগুলো কি ব্যবহার করি? প্রতিদিন মার্কেট দেখার আগে এই কথা গুলো মনে মনে বলুন আমার মনে হয় আপনার ট্রেডিং করার ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পাবে। না হলে বলেই দেখুন---প্রতিদিন আমার ফরেক্স এই উপর আস্থা বারছে, প্রতিদিন আমার ট্রেডিং এর স্কিল বারছে, প্রতিদিন আমি ভাল প্রফিটেবল ট্রেড নিতে পারছি, আমি সময় মত মার্কেট দেখছি এবং আমার চার্ট বোঝার ক্ষমতা বাড়ছে ইত্যাদি। আরও কিছু পজিটিভ বাক্য নিতে পারেন যা আপনার জন্য প্রয়োজনীয়। আসলে এটি কেন হয়, আমাদের ব্রেইন আসলে সেটাই করতে চায় যা আমরা মনদিয়ে ভাবি এবং বলি।